বিশ্বকাপে সবার নীচে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। সেই ধাক্কায় পয়েন্ট তালিকায় একবারে শেষে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতি ভারতের মাটিতে প্রথম পয়েন্টের খোঁজে আজ অজিরা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারাও এই বিশ্বকাপে শূন্যতেই দাঁড়িয়ে।
এই ম্যাচ খেলতে নামার আগে বিশ্বকাপের বাকি সবকটি ম্যাচকেই ফাইনাল বলে মনে করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে, দাসুন শানুকা ছিটকে যাওয়ার পর এই ম্যাচ থেকে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
আরও পড়ুন : বিশ্বকাপে বড় অঘটন, চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারাল আফগানিস্তান
তাঁদের ক্রিকেটের শেষ কবে এমন হতশ্রী চেহারা হয়েছিল, তা পরিসংখ্যান ঘেঁটেও বার করতে পারছেন না অ্যালান বর্ডার থেকে রিকি পন্টিংরা। মার্ক ও বলছেন, এবার মনে হচ্ছে শূন্য হাতেই ফিরতে হবে।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে সাতটি ক্যাচ ফেলার পর মার্ক টেলরের মতো প্রাক্তন রীতিমত আতঙ্কিত প্যাট কামিন্সদের নিয়ে। অথচ ৩৬ বছর আগে ভারতের মাটি থেকেই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
সুস্থ ট্র্যাভিস হেড। যদিও শ্রীলঙ্কা ম্যাচে তাঁকে পাওয়া যাচ্ছে না। যা খবর তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরিবর্তিত প্যাট কামিন্সের দল। উল্টোদিকে শ্রীলঙ্কা দলে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে অস্ট্রেলিয়ার ভাঁড়ার শূন্য। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। তারমধ্যে একটি পাকিস্তান।