ছ'বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে প্রবল চাপ মাথায় নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্যাগি গ্রিন। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫। এবার ২০২৩ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে একাই তিন উইকেট নেন মিচেল স্টার্ক। জোসে হ্যাজেলউড ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মহম্মদ শামির ডেলিভারিতে ডেভিড ওয়ার্নার ফেরেন। কিন্তু ট্রেভিস হেড ক্রিজে দাঁড়িয়ে যান। মিচেল মার্শ ও স্টিভ স্মিথকেও ফেরান জসপ্রীত বুমরা। ফাইনালের মতো ম্যাচে রানের পুঁজি এত কম। ধীরে ধীরে খেলায় ফেরে অস্ট্রেলিয়া। লাবুশানে ও ট্রেভিস হেড ক্রিজে দাঁড়িয়ে যান। বড় পার্টনাশিপেই ম্যাচ বের করে ফেলে টিম ইন্ডিয়া।