কোজাগরীর দুপুরে বিশ্বকাপের হালখাতা কলকাতায়। শনিবার দুপুরে গ্রুপের ম্যাচে ইউেনে খেলবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। তার আগে বুধবার বিক্ষোভ হয়ে গেল ইডেনের সামনে।
অভিযোগ টিকিট বিলিকে কেন্দ্র করেন। সিএবি অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, যে সকল সদস্য টিকিট পাবেন না, তাঁদের অনলাইনে টিকিট বুক করতে হবে।
অনলাইনে টিকিট নিয়েও অনেকের অভিযোগ রয়েছে। অনেকের অভিযোগ, প্রথম টিকিট বুক করা যাচ্ছিল না। পরে টিকিট বুক হলেও আসেনি আইডি।
বঙ্গ ক্রিকেটের সদস্য সংখ্যা ১১ হাজার। তবে কতজন টিকিট পাবেন, তা অবশ্য নির্দিষ্ট করা হয়নি। এই পরিস্থিতিতে ইডেনের ম্যাচের আগে টিকিট নিয়ে ক্ষোভ বাড়ছে।
এই বছর বিশ্বকাপের একটি সেমিফাইনাল সহ পাঁচটি ম্যাচ পেয়েছে কলকাতা। তার মধ্যে পাঁচ নভেম্বর কলকাতায় খেলবেন রোহিত শর্মারা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
এছাড়াও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচও রয়েছে কলকাতায়। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল কলকাতায়।