বিরাটের মাথায় রেকর্ডের নতুন পালক। ১৫ ক্যাচের মালিক হলেন কিং কোহলি। এর আগে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির ছিল অনিল কুম্বলের। তিনি ক্যাচ ধরেছিলেন ১৪টি। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন বিরাট।
বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন কোহলি। বুমরার বলে তাঁর হাতেই আউট হলে মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ২৮টি ক্যাচ ধরেছিলেন।
আরও পড়ুন : গরমের সঙ্গে চেন্নাইয়ে স্পিনে কাবু অস্ট্রেলিয়া, তিন উইকেট জাডেজার
তাঁকে বিশ্বকাপে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের জো রুটের। তিনি এখনও পর্যন্ত এক দিনের বিশ্বকাপে ২০টি ক্যাচ ধরেছেন। এই তালিকায় বিরাট রয়েছেন ১১ নম্বরে।
পন্টিং, রুটের পর তৃতীয় স্থানে রয়েছেন সনৎ জয়সূর্য। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ধরেছিলেন ১৮টি ক্যাচ। ক্রিস গেল ধরেছিলেন ১৭টি ক্যাচ। তবে এই ক্যাচ ধরার রেকর্ডের দিনে বেশ ক্যাচ ছেড়েও দিলেন ভারতীয় ক্রিকেটাররা।