সেমিফাইনালে বিরাট যত রান করবেন, তত শতাংশ ছাড় দেওয়া হবে বিরিয়ানিতে। এমনই অফার দিয়েছিল এক রেস্তোরাঁ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট সেঞ্চুরি করার পরই আবেগ আর বাঁধ মানেনি। ভিড় সামাল দিতে গেট বন্ধ করে বাধ্য হল রেস্তোরাঁ। ঘটনাটি উত্তরপ্রদেশের বাহরিচের তিকোনিবাগ এলাকার। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বুধবার বিরাট সেঞ্চুরি করায় বিনামূল্যেই বিরিয়ানি দিতে হয় ওই রেস্তোরাঁকে। আর বিশ্বকাপে ভারতের ম্যাচের দিন বিনামূল্যে বিরিয়ানি খাওয়ার লোভে রেস্তোরাঁর বাইরে ভিড় বাড়তে থাকে। নির্দিষ্ট সময়ের পর আর বিরিয়ানির জোগান শেষ। বাধ্য হয়েই স্থানীয় প্রশাসনকে খবর দেয় রেস্তোরাঁ। দোকান ভাঙচুর বা কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ করে গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ।