বিশ্বকাপ জিতে ৬ দিন আগে দেশে ফিরে গিয়েছেন প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারেরা। তবু বিশ্বজয়ের উৎসবে মাততে পারছে না দেশ। একদিন সবাই মিলে পার্টিও করতে পারেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়াকে বিশ্বজয়ের উৎসব স্থগিত রাখতে হয়েছে।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে প্যাট কামিন্স-ওয়ার্নাররা দেশে ফিরলেও, টিমের অধিকাংশ এখনও ভারতে খেলছেন। ভারতের সঙ্গে T20 সিরিজ চলছে। ৩ ডিসেম্বর, সিরিজের শেষ T20 ম্যাচ শেষ হলে দেশে ফিরবে গোটা টিম। তখনই কাপ জয়ের উল্লাসে মাতবে অস্ট্রেলিয়া।
T20 সিরিজ খেলতে এখনও ভারতে আছেন স্মিথ, ম্যাক্সওয়েলরা। কামিন্সের দলকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৪ ডিসেম্বর আবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারই আগে সংবর্ধনা দেওয়া হবে।