নীল আবেগে মায়ানগরী। তার মধ্যেই বিচরণ দুই কিংবদন্তীর। গ্যালারিতে টিনসল টাউন। আর মাঠে ডেভিড বেকহ্যাম। সঙ্গী সচিন তেন্ডুলকর। আইসিসি এবং ইউনিসেফের সৌজন্যে মুম্বইয়ে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সবচেয়ে বড় চমক। তাঁর এলেন, দেখলেন এবং জয় করলেন। রাচিন নয়, ওয়াংখেড়ে গর্জে উঠল সেই সাবেন সচিন, সচিন গর্জনেই।
ম্যাচ শুরুর আগে সচিন-বেকহ্যাম জুটি এসে রেখে গেলেন ট্রফি। খেলা শুরুর আধঘণ্টা আগে থেকে ভর্তি ওয়াংখেড়ে। টেলিভিশন তো বটেই, এমন ট্রেন বোল্টের প্রথম বলের আগেই অনলাইনে দর্শক সংখ্যা প্রায় দু কোটি। যা আরও এক রেকর্ড।
আরও পড়ুন : মুম্বইয়ে কিউইদের প্রথম রাউন্ডে পিছনে ফেলে দিলেন রোহিত, টস জিতে ব্যাট ভারতের
কী হবে এই ম্যাচের ? এখন থেকে শুরু তার জল্পনা। প্রাক্তনদের পরামর্শ ভরডরহীন ভাবে খেলার। ২৯০ থেকে ৩৫০, এই টার্গেট রাখতে পারলেই কেল্লাফতে।