T20 ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয়। আর সেই স্নায়ুর চাপের ম্যাচে শেষ ওভারে তিন উইকেট পতন। কিন্তু স্নায়ুর চাপ ধরে রেখে শেষ বলে অবিশ্বাস্য ছয়। বলটি নো বল হয়। তাতেই জয় টিম ইন্ডিয়ার। ১৪ বলে ২২ রান করেন অপরাজিত থাকলেন কেকেআরের ফিনিশার।
রিঙ্কুর এই ইনিংসের পর ফের নেটদুনিয়া উত্তাল। আইপিএলে গতবার বারবার এভাবে ম্যাচ ফিনিশ করে এসেছেন রিঙ্কু। সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর এই ফিনিশারের ভূমিকায় প্রশংসা ক্রিকেট মহলের। টুইট করেছে কলকাতা নাইট রাইডার্সও। কেকেআরের টুইটে লেখা হয়, রিঙ্কু তাঁদের হাসি ফিরিয়ে এনেছে।