আশা ছিল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি ভারত। ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে। এবার এনিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। জানিয়ে দিলেন, ভারত নয় বিশ্বকাপের দাবিদার অস্ট্রেলিয়াই। যদিও, বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের নিরিখে গম্ভীরের চোখে সেরা দল ভারতই।
বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পরেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হবে একথা যেন কল্পনা করতে পারেনি কেউ। পর পর ১০টা ম্যাচ জেতার পরও ভারতের হার মেনে নিতে পারেননি প্রাক্তনরা। এবার সেই বিষয়েই মুখ খুললেন গৌতম গম্ভীর।
আরও পড়ুন - বিমানবন্দরে নেই কোনও সমর্থক, নেই উচ্ছ্বাস, দেশে ফিরে নিজের লাগেজ নিজেই বইলেন প্যাট কামিন্স
গম্ভীর জানিয়েছেন, বিশ্বকাপের দাবিদার অস্ট্রেলিয়ায়ই। কারণ হিসেবে তিনি এও জানিয়েছেন, অজিরা টানা আটটা ম্যাচ জিতে ফাইনালে এসেছে। চমৎকার খেলে তারা কাপ ঘরে তুলেছে। ফলে বিশ্বকাপ ওদেরই প্রাপ্য।