বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচ দেখতে ভারতে আসবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। সূত্রের খবর, এই সফরে খুলতে পারে দুই দেশের জট। দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হতে পারে। ২৯ অক্টোবর লখনউর স্টেডিয়াম ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ। ওই ম্যাচেই আসতে পারেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন।
এদিকে শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে আহমেদাবাদে আসবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ (Zaka Ashraf)। ভারতের বিরুদ্ধে নামার আগে ক্রিকেটারদের মনোবল বাড়াতে চান তিনি।
আরও পড়ুন: শুরুতেই আফগানিস্তানকে ধাক্কা ভারতের, লড়াই শাহিদি ও ওমরজাইয়ের
গত সেপ্টেম্বরে দিল্লির মাটিতে পা রাখেন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মুক্ত বাণিজ্য নিয়ে একমত ছিলেন দুই রাষ্ট্রপ্রধান। চুক্তিতে সবুজ সংকেতও পাওয়া গিয়েছিল। ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।