ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে গিয়ে হার। ২০২৪ সাালে T20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া নন, দেশকে নেতৃত্ব দিন রোহিত শর্মাই। এমনই মনে করছেন প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। শুধু তাই নয়, T20 বিশ্বকাপে বিরাট কোহলিকেও টিমে রাখা উচিত, মনে করছেন গম্ভীর।
গতবছর T20 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। স্পোর্টসক্রীড়ার একটি আলোচনায় গম্ভীর তা উল্লেখ করেন। তাঁর মতে, এবার T20 বিশ্বকাপে রোহিতেরই থাকা উচিত। গম্ভীরের মতে, এবার বিশ্বকাপে রোহিত যা ব্যাট করেছে, তা দারুণভাবে কাজে লাগবে। রোহিত ভাল খেললে বিরাটও ভাল খেলতে পারবে। গম্ভীরের মতে, রোহিত শুধু ব্যাটার নন, অধিনায়ক হিসেবে তাঁর থাকা উচিত।
বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে T20 সিরিজ। এই সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সহঅধিনায়ক থাকবেন রুতুরাজ গাইকোয়াড়।