রবিবাসরীয় বেঙ্গালুরুতে বল পড়ার আগেই ঠিক হয়ে গিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালের লাইন-আপ। ৩৬ বছর পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তাই রবিবার ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ আক্ষরিক অর্থেই নিয়মরক্ষার। কিন্তু ভারতের এই নিয়মরক্ষার ম্যাচের দিকে তাকিয়ে এখন বাংলাদেশ।
কারণ, ভারতের এই ম্যাচ থেকেই ঠিক হতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ভাগ্য। যদি ভারত এই ম্যাচ জেতে, তাহলে অষ্টম দেশ হিসাবে পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আর যদি এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, তখন প্রশ্ন চিহ্ন ঝুলবে বাংলাদেশের কপালে।
আরও পড়ুন : পাঁচ নম্বরে পাকিস্তান, বিশ্বকাপ সেমিতে ভারতের সামনে নিউজিল্যান্ড
এই পরিস্থিতিতে বেঙ্গালুরুতে বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মারা। ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের যা ইঙ্গিত, তাতে সেমিফাইনালের আগে নয়ে-নয় করতেই তৈরি তাঁরা। তাই পরিবর্তনের কোনও প্রশ্নই হয়তো নেই।