২০০৮ সাল । বয়স তখন ১৯ । চোখে একরাশ স্বপ্ন নিয়ে ভারতের জার্সি পরে মাঠে নেমেছিল ছেলেটি । সেই শুরু বিরাট কোহলির । তারপর একের পর এক সাফল্য, রেকর্ড ব্রেক...কখন যে তাঁর নামের পাশে জুড়ে গিয়েছে কিং শব্দটা, বোঝাই যায়নি । ভারতের অধিনায়কও হন । তবে, শুধুই কি সাফল্য ? না, তাঁর জীবনের তিনটে বছর ছিল দুঃস্বপ্নের মতো । কিন্তু, সব অন্ধকার কাটিয়ে কামব্যাক করেছেন বিরাট । ২০২৩ সালের ওয়ার্ল্ড কাপে একের পর এক রেকর্ড ব্রেক, তারই প্রমাণ । বিশ্বকাপে ভারতকে উপহার দিয়েছেন দারুণ কিছু ইনিংস । ২০১৯-এ পারেননি । স্বপ্ন দেখেছিলেন ২০২৩ ওয়ার্ল্ড কাপের। কিন্তু রবিবাসরীয় আমেদাবাদে ফের একবার স্বপ্নভঙ্গ বিরাটের।
বিশ্বকাপ শুরুর দিন থেকেই দারুণ ফর্মে রয়েছেন কোহলি । শেষ ম্যাচেও যখন একের পর এক রোহিত শর্মা, শুভমন আর শ্রেয়সের উইকেট পড়ছে, সেইসময় ক্রিজে টিকেছিলেন বিরাটই । অর্ধশতরানও করেন । কিন্তু, ভাগ্যটা বোধহয় এদিন সঙ্গে ছিল না কিং-এর । ৫৪ রানে আউট হয়ে যান । প্যাট কামিন্সের বলে বোল্ড হন । স্টেডিয়ামে তখন নিস্তব্ধতা । আউটটা মেনে নিতে পারেননি বিরাটও । মুখ কালো করে ফিরে যান ড্রেসিং রুমে । তারপরে ম্যাচের কাহিনী তো সকলেরই জানা । ভারত ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি ঠিকই । কিন্তু, গোটা বিশ্বকাপ জুড়ে বিরাটের বিরাট পারফরম্যান্স মনে থেকে যাবে দেশবাসীর ।
একনজরে বিরাটের চলতি বছরের ওয়ার্ল্ড কাপ রেকর্ড
বিশ্বকাপে সর্বাধিক রান । ১১টি ম্যাচে ৭৬৫ রান ।
সচিনের রেকর্ড ব্রেক । একদিনের ক্রিকেটে ৫০ শতরানের মালিক
বিশ্বকাপে প্রথম উইকেট নেন বিরাট