বিশ্বকাপের আজ মার্কি ম্যাচ। শনিবারের ক্রিকেট দুনিয়া আমেদাবাদের দিকে তাকিয়ে। আর কিছুক্ষণ পরেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস করতে নামবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং পাক অধিনায়ক বাবর আজম।
২৯ বছর আগে সিডনি থেকে যে যুদ্ধের শুরু, তার আরও একটা উপ্যাখান আজ রচিত হবে আমেদাবাদে। ৪৩ রানে জিতে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান জয়ের রূপকথা শুরু করে ছিল ভারত। যা এখনও অব্যাহত।
বিশ্বকাপের মঞ্চে সাতে সাত ভারত। এটাই পরিসংখ্যান টিম ইন্ডিয়ার। মহম্মদ আজহারউদ্দিন থেকে বিরাট কোহলি, পাকিস্তানের বিরুদ্ধে ৫০ ওভারের বিশ্বকাপে মুখে হাসি চওড়া করেই মাঠে ছেড়ছিলেন। এরমধ্যে আজহারের সাফল্য তিনবার।
আরও পড়়ুন : বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান, ক্রিকেটের মহাযজ্ঞে কি জল ঢালতে পারে বৃষ্টি!
পাঁচ বছর আগে পাঁচ উইকেটে ৩৩৬ রান করেছিল ভারত। ম্যানচেস্টারের মাঠে এটাই বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রান। রোহিত শর্মা একমাত্র ভারতীয় ব্যাটার যিনি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন।
ভারত-পাক মহারণ মানে কোনও না কোনও নাটকের জন্ম। সে মিঁয়াদাদ বনাম মোরেই হোক বা আমির সোহেল বনাম ভেঙ্কটেশ প্রসাদ। গত ২৯ বছরের ইতিহাসে দু বারই এই দুই দেশ ভারতের মাটিতে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে। ১৯৯৬ সালে তৎকালীন ব্যাঙ্গালোরে কোয়ার্টার ফাইনাল। আর ২০১১ সালে মোহালিতে সেমিফাইনাল।
আজ কি হবে আমেদাবাদে ? পরিসংখ্যানের চাকা কোন খাতে বইবে। দুপুর ২টো থেকে সব উত্তর পাওয়া যাবে।