টি২০ সিরিজের প্রথম ম্যাচই জয় দিয়ে শুরু করেছে ভারত । অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সূর্যকুমারের দল । ঝোড়ো ইনিংস খেলেছেন ভারতের নতুন নায়ক সূর্যকুমার যাদব ও ঈশান কিশান । তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্য়াচে আরও বড় কীর্তি গড়েছে টিম ইন্ডিয়া । টি২০-তে সবথেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছেন সূর্যরা ।
অস্ট্রেলিয়া ২০৮ রান করেছিল । জবাবে দুই উইকেট বাকি থাকতেই ২০৯ রান করে জিতে যায় ভারত । তবে, সাম্প্রতিক ইতিহাস বলছে, টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই সবথেকে বেশি রান তাড়া করে জয় ভারতের । এতদিন ২০৮ রান ছিল সর্বোচ্চ । ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে ছিল সেই ম্যাচ ।
সব মিলিয়ে টি২০-তে মোট পাঁচবার দু'শোর উপর রান তাড়া করে জিতেছে ভারত । ২০২৩, ২০১৯ ছাড়া, সেই তালিকায় রয়েছে ২০০৯, ২০১৩ ও ২০২০ সালের ম্যাচগুলো ।