বিশ্বকাপ হারের শোকের সুযোগ নেই। কারণ, শিয়রে নয়া সিরিজ। বিশ্বকাপ ফাইনালের কয়েক ঘণ্টা পরেই সামনে এল ভারতীয় ক্রিকেটের আগামী ছ মাসের সিরিজের সূচি। যার শুরু হচ্ছে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
আগামী ২৩ নভেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সফর শেষ করে ভারতের পরের গন্তব্য দক্ষিণ আফ্রিকা। ডিসেম্বর-জানুয়ারি মাসের এই সিরিজে টেস্ট-সহ একদিন ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
দেশে ফিরেই ভারতের আসবেন আফগানরা। তাঁদের সঙ্গে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাস জুড়ে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই সিরিজেও টেস্ট-সহ একদিন ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।