৭ ওভার আগেই খেলা শেষ। বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ। একসঙ্গে মন ভেঙে গিয়েছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ১ লক্ষ ৪০ হাজার দর্শকের সামনে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ৬বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফাইনালের পর দেশের আপামর ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জানাল বিসিসিআই।
রবিবার বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। এই স্টেডিয়ামে আসন সংখ্যা ছিল ১ লক্ষ ৪০ হাজার। ফাইনালে গ্যালারির রঙ হয়ে ওঠে নীল। বিশ্বকাপে যেই শহরেই গিয়েছে ভারত, পেয়েছে পূর্ণ সমর্থন। ফাইনালে হারের পর অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে ইন্ডিয়ান ক্রিকেট টিমের পক্ষ থেকে জানানো হয়, "আপনাদের সমর্থন ও পাশে থাকার জন্য ধন্যবাদ।"