নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। ধর্মশালায় মহম্মদ শামির পারফরম্যান্স দেখে মুগ্ধ ইরফান পাঠান। রবিবার শামিকে 'ফেরারি' গাড়ির সঙ্গে তুলনা করলেন পাঠান।
পাঠান তাঁর টুইটারে লেখেন, "মহম্মদ শামি ফেরারির মতো। গ্যারাজ থেকে যখনই বের করবেন, একই গতি ও অনুভূতি পাওয়া যায়।" পাঠানের এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপের প্রথম চার ম্যাচে টিমে সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলানো হয় তাঁকে। নেমেই সাফল্য পান শামি। বিশ্বকাপের ইতিহাসে তিনি দুটি পাঁচ উইকেট তুলে নিলেন। এই রেকর্ড আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।
রবিবার নিউজিল্যান্ডকে ২৭৩ রানে আটকে দেয় ভারত। সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।