বিশ্বকাপে দুরন্ত ছন্দে নিউজিল্যান্ড। টানা চার ম্যাচে জিতেছে কিউয়ি ব্রিগেড। আফগানিস্তান ম্যাচে সাফল্যের পর জসপ্রীত বুমরাকে পেরিয়ে গেলেন মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।
বুধবার পর্যন্ত জসপ্রীত বুমরার সঙ্গে শীর্ষে ছিলেন ম্যাট হেনরি ও স্যান্টনার। তিন বোলারই ৩ ম্যাচে ৮ উইকেট তুলে নিয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ১ উইকেট নেন হেনরি। ৪ ম্যাচে ৯ উইকেট হয়েছে তাঁর। এই ম্য়াচেই ৩ উইকেট পান স্য়ান্টনার। তাঁর বর্তমান উইকেট সংখ্যা ১১। বাংলাদেশ ম্যাচে ৪ উইকেট নিলে ফের শীর্ষস্থান ফিরে পেতে পারেন বুমরা।
আরও পড়ুন: বিশ্বকাপে বড় ধাক্কা বাংলাদেশের, ভারতের বিরুদ্ধে নেই শাকিব