ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার টাইমড আউট। মাঠে অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে মজা করলেন কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্ট। ম্যাচের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধারাভাষ্যেও উঠে এল সেই টাইমড আউট প্রসঙ্গ।
এদিন মাঠে নামার পর ম্যাথিউজকে টাইমড আউট নিয়ে প্রশ্ন করেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্ট। ধারাভাষ্যকারদের দাবি, হেলমেটের স্ট্র্যাপ পরীক্ষা করে নেওয়ার কথাই বলছেন উইলিয়ামসন ও বোল্ট।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছিল। নতুন স্ট্র্যাপ নিয়ে ক্রিজে নামতে চাননি ম্যাথিউজ। এদিকে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান টাইমড আউটের আবেদন করেন। আম্পায়ারদেরও কোনও বিকল্প ছিল না। আউট হন ম্যাথিউজ।