আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুটো ম্যাচ খেলার পরই চোট পান। গোটা মরশুম বাদ পড়ে যান তিনি। থাকতে পারেননি প্রস্তুতি শিবিরেও। কে এল রাহুলের লক্ষ্য ছিল বিশ্বকাপ। সেই বিশ্বকাপেই কিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে ফেলেছেন রাহুল। এবার ফাইনালে লক্ষ্য টিমের হেড কোচ রাহুল দ্রাবিড়ের রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে ১৬টি ক্যাচ নিয়েছিলেন দ্রাবিড়।
এবার বিশ্বকাপে উইকেটের পিছনে নয়া রেকর্ড গড়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ১৯টি ক্যাচ ও একটি স্ট্যাম্পিং করেছেন তিনি। রানসংখ্যায় বিরাটের পরই আছেন তিনি। তবে ফাইনালে মহেন্দ্র সিং ধোনির পদাঙ্ক অনুসরণ করে ম্যাচ জেতাতে চান রাহুল।