দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে বড় চমক রোহিত শর্মাদের দলে। শনিবারই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেনের নাম। হার্দিকের জায়গায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে রোহিতের ডেপুটি হলেন লোকেশ রাহুল। ফলে কিপিংয়ের পাশাপাশি আরও একটু দায়িত্ব বাড়ল রাহুলের। সূত্রের খবর, নতুন দায়িত্বের কথা রাহুলকে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকর।
যেহেতু এই বিশ্বকাপে তাঁকে উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাতে হচ্ছে, তাই এতদিন রাহুলকে বোলারদের মিটিংয়ের মধ্যে থাকতে হত। এবার থেকে পুরো টিম মিটিংয়ে থাকতে হবে লোকেশ রাহুলকে। বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে রাহুলের নেতৃত্বেই অস্ট্রেলিয়াকে একদিনের সিরিজে হারিয়েছিল ভারত।
এমনিতেই আইপিএলে লখনউ সুপার জায়েন্টকে নেতৃত্ব দেন কেএল রাহুল। তাই এই দায়িত্ব তাঁর কাছে বাড়তি বোঝা হবে না বলেই দাবি প্রাক্তনদের।