২০০৩ সালে বিশ্বকাপে পার্থিব প্যাটেলের উপর ভরসা করতে পারেননি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেবার অস্থায়ী কিপার ছিলেন রাহুল দ্রাবিড়। সেই দ্রাবিড়ের কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ। তাঁর দলেও কিন্তু অস্থায়ী কিপার কে এল রাহুল। দুই রাহুলের যুগলবন্দি কিন্তু নজর কেড়েছে এই বিশ্বকাপে।
উইকেটের পিছনে ৫০ ওভার দাঁড়ানো, ও তার পর ব্যাটে বড় রান। কিপারের মতো এত পরিশ্রম সবাইকে করতে হয় না। কিন্তু প্রত্যেক ম্যাচে স্লগ ওভারে ব্যাট করতে এসে টিমকে বাড়তি রান তুলে দিয়ে সেই দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাঁর কিপিংয়ে অনেকে রাহুল দ্রাবিড়ের ছায়াও দেখতে পাচ্ছেন। একটি ম্যাচ ব্যর্থ হলেই তাঁকে নিয়ে ট্রোল, রসিকতা সোশ্যাল মিডিয়া। এবার বিশ্বকাপে নিঃশব্দে সেই সবকিছুর জবাবও দিলেন যেন রাহুল।
হার্দিক পান্ডিয়া চোট পেয়ে বাদ পাওয়ার পর টিমের সহ অধিনায়ক রাহুল। ডিআরএস নিয়ে সিদ্ধান্ত বোলারদের সঙ্গে আলোচনা করে তিনিই নেন। এই বিশ্বকাপে নিজের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে চান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ২০ বলে ৩৯ রানের অপরাজিত থাকার ইনিংসেই ভারতের রান ৩৯০-এর গণ্ডি পার করে ফেলে। নিঃশব্দে নিজের কাজটুকুই করে যেতে চান উইকেটকিপার ব্যাটসম্যান।