রবিবার অধিনায়ক রোহিত শর্মাকে পেরিয়ে গেলেন সহঅধিনায়ক কে এল রাহুল। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি ছিল ভারত অধিনায়কের। ৬৩ বলে সেঞ্চুরি করেন হিটম্যান। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬২ বলে সেঞ্চুরি করলেন রাহুল।
এদিন সেঞ্চুরি করার পর কে এল রাহুল জানান, পাঁচ নম্বরে ব্যাট করতে নামা টিমের জন্য গুরুত্বপূর্ণ। শেষ ১০ ওভার বেশি রান তোলার পরিকল্পনা ছিল। সেই প্ল্যান অনুযায়ী খেলতে পেরেছে টিম, মনে করেন রাহুল। তবে দলের বোলারদের নিয়ে আক্ষেপ রাহুলের গলায়। সেঞ্চুরি করেও তিনি জানালেন, ডিআরএস নিয়ে অনেক সিদ্ধান্ত নিয়ে দলের বোলারদের সঙ্গে মতভেদ হয়। কিন্তু যতটা প্রাপ্য, ততটা সম্মান পান না তিনি।
সম্প্রতি কে এল রাহুলের ডিআরএস নিয়ে মুখ খুলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। জানান, তিনি এই বিষয়টি বোলার ও কিপার রাহুলের মধ্যেই ছেড়ে দেন। ওদের সিদ্ধান্তে মাথা গলান না। এদিন রাহুলের গলায় সতীর্থদের নিয়েই আক্ষেপের সুর।