দশটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ফাইনালে অজিদের কাছে হারতে হয়েছে রোহিতদের। বিশ্বকাপের ফাইনালে হারে বিধ্বস্ত গোটা টিম। মাঝে চারদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও ভারতের হার মেনে নিতে পারেননি লোকেশ রাহুল (KL Rahul)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে আরও একবার সেদিনের হারের হতাশার কথাই মনে করিয়ে দিলেন রাহুল।
টি-টোয়েন্টি দলে নেই রাহুল। অজিদের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ভারত। সেই সময়ে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনটি পোস্ট করলেন রাহুল। পোস্টে ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে তোলা গোটা দলের একটি ছবি। দ্বিতীয়টিতে হেরে যাওয়ার পর রোহিত-বিরাটদের গোল করে দাঁড়িয়ে থাকার ছবি। আর তৃতীয়টিতে দেখা গেল ভারতীয় দলের উইকেট কিপার কেএল রাহুলকে হাঁটু মুড়ে বসে থাকতে।
আরও পড়ুন - লক্ষ্য ২৪-এর বিশ্বকাপ, তার আগেই নির্ধারিত সিরিজ বাতিল পাকিস্তান বোর্ডের
রাহুলের ক্যাপশনে লেখা, 'এই দৃশ্য এখনও ব্যাথা দেয়।' যা দেখে বোঝাই যাচ্ছে অজিদের বিরুদ্ধে হারের হতাশা কোনও ভাবেই কাটিয়ে উঠতে পারেননি রাহুল।