অনুমতি ছাড়া মাঠে ঢুকে পড়াই তাঁর নেশা। এহেন ব্রিটিশ ড্যানিয়েল জার্ভিস মাঠে ঢুকে বিপদ বাড়ালেন। বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে এই কাণ্ড ঘটিয়েছেন জার্ভিস। বিরাট কোহলকি দেখতে হঠাৎ করেই মাঠের মধ্যে চলে আসেন এই দর্শক। তাঁকে আটক করা হয়েছে।
এদিকে, ম্যাচ নয় উত্তাপ বাড়াচ্ছে চেন্নাইয়ের গরম। তিন হাজার দিন পেরিয়ে বিশ্বকাপে এদিন মাঠে নেমেছেন ভারতীয় ক্রিকেটার রবি অশ্বিন। কিন্তু তাতে অবশ্য মাঠ ভরল না। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামল ভারত। তাতে অবশ্য চিপকের অনেকটাই ফাঁকা থেকে গেল।
ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত অজি অধিনায়ক প্যাট কামিন্সের। রবিবার চেন্নাই থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপের অভিযান। এদিন ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, এই ম্যাচে খেলছেন না শুভমন গিল। তাঁর বদলে দলে এসেছেন ইশান কিষান। এই ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলছে টিম ইন্ডিয়া।