এ যেন দীপাবলির কাজু বরফি উপহার। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার শতরান করলেন শ্রেয়স। আর উৎসব করল কলকাতা। রবিবার বেঙ্গালুরুতে শ্রেয়সের শতরান খুশি আইপিএলে তাঁর দল কেকেআর। দলের সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, কঠিন লড়াই করেই বিশ্বকাপের দলে জায়গা করেছিলেন শ্রেয়স। রবিবার তার পুরস্কার পেল।
এটা ঠিক যে পিঠের চোট ক্রিকেট থেকে কার্যত বাইরে করে দিয়েছিল শ্রেয়সকে। কিন্তু এই শ্রেয়সের উপর বরাবর ভরসা দেখিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তাঁকে বিশ্বকাপের দলে রাখা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। এশিয়া কাপেও গোড়া থেকে খেলতে পারেননি। তবুও শ্রেয়সে আস্থা ছাড়েননি দ্রাবিড়।
আরও পড়ুন : ডি-কককে পেরিয়ে বিশ্বকাপে সর্বাধিক রান বিরাটের, প্রশংসায় নেটিজেনরা
বেঙ্গালুরুতে বিরাট মঞ্চে অপরাজিত ৯৪ বলে ১২৮। একদিনের কেরিয়ারে পঞ্চম এবং বিশ্বকাপের মঞ্চে প্রথম শতরান শ্রেয়সের। বলা হয় এই মাঠ বিরাট কোহলি, কেএল রাহুলদের। কিন্তু এই মাঠে একসময় দাপিয়েছেন শ্রেয়সও। কারণ, রঞ্জি খেলা শুরু করেন কর্নাটক থেকেই।