কলকাতায় বিশ্বকাপের টিকিট কালোবাজারির ঘটনায় নয়া মোড়। এবার এই ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনিকে নোটিস পাঠাল কলকাতা পুলিশ। সিএবি এবং অনলাইন বুকিং সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলার পরেই বিন্নিকে নোটিস পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, সাত নভেম্বর সমস্ত নথি নিয়ে ময়দান থানায় হাজির হতে হবে বোর্ড কর্তাকে।
শনিবার বিশ্বকাপের টিকিট কালোবাজারি নিয়ে সিএবি কর্তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদের পরেই বোর্ড প্রেসিডেন্টকে আগামী মঙ্গলবার হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় সব নথি নিয়ে বিনি বা বোর্ডের শীর্ষ কর্তাদের হাজির হতে হবে।
এই ব্যাপারে ইতিমধ্যেই কলকাতায় দুটি থানায় মোট নয়টি মামলা দায়ের করা হয়েছিল। শনিবার রাত পর্যন্ত ইডেনে টিকিট কালোবাজারির অভিযোগে কলকাতা থেকে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।