আমেদাবাদ কলিং। রবিবার বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। ১২ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। চেন্নাই থেকে যে বিজয়রথ শুরু হয়েছিল, তা এখনও ছুটছে। মুম্বইয়ে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০ ম্যাচে অপরাজিত ভারত। আর এই ১০ ম্যাচের মধ্যে ভারত প্রথম পাঁচটি ম্যাচ জিতেছে রান তাড়া করে। বাকি পাঁচটি ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করে। অর্থাৎ ব্যাটার এবং বোলার এই বিশ্বকাপে রোহিতের দলের মূল অস্ত্র হিসাবে কাজ করেছে।
আরও পড়ুন : ইডেনের আকাশ কালো! বৃষ্টি নামলেই পণ্ড ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাছার ম্যাচ?
এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে ৩০২ রানে। যা ভারতের সবচেয়ে বেশি রানে জয়ের নজির। আর রান তাড়া করতে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের জয় আট উইকেটে। এই প্রথম একই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে দু বার হারিয়েছে ভারত। কিউইরাই একমাত্র ভারতের বিরুদ্ধে তিনশো রান করেছে।