টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেদারল্যান্ডসের। তবে শুরুতেই ধাক্কা দিল আফগানিস্তান। প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন মুজিবুর রহমান। এবারের বিশ্বকাপে যে দুটি ম্যাচে জিতেছে নেদারল্যান্ডস, দুটি ম্যাচেই প্রথমে ব্যাট করেছিল তাঁরা। এই ম্যাচের দিকে তাকিয়ে আছে পাকিস্তানও।
পয়েন্ট টেবিলের হিসেবে ছয় নম্বরে রয়েছে আফগানিস্তান। নেদারল্যান্ডস যদি এই ম্য়াচ জিতে নেয়, তা হলে পাকিস্তানের কাছে খেলা অনেক সহজ হয়ে যাবে। বিশ্বকাপে শনিবারই নামছে পাকিস্তান। তাঁদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
আরও পড়ুন: ইডেনে বিশ্বকাপের টিকিটে কালোবাজারির অভিযোগ, সিএবি কর্তাকে তলব ময়দান থানার