ধর্মশালায় বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড টিমে বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান। তাঁর পরিবর্তে দলে এসেছেন জেমস নিশাম।
এবার প্রথম কয়েকটি ম্যাচে ধাক্কা খেলেও বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের দৌড়ে রয়েছেন প্যাট কামিন্সরা। ভারতের বিরুদ্ধে হারের ক্ষত এখনও কাটেনি নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে চায় কিউয়ি ব্রিগেড। এদিনও দলে নেই কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার টম লাথাম।
অস্ট্রেলিয়া টিম ক্যামেরুন গ্রিনকে বাদ দেওয়া হয়েছে। এই ম্যাচে আনা হয়েছে ট্রেভিস হেডকে। ধর্মশালার পিচে প্রথম ব্যাটিং করে ৩০০ রানের বেশি লক্ষ্যমাত্রা না রাখলে, নিউজিল্যান্ডকে বাগে আনা যাবে না। ভাল করেই জানে অস্ট্রেলিয়া। তাই বড় ইনিংসের লক্ষ্যে দল।