বিশ্বকাপে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। সেমিফাইনালে ওঠার সমীকরণ নির্ভর করছে এই ম্যাচের উপরই। নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারের পথ মসৃণ হয়ে গিয়েছে। পয়েন্ট টেবিলের অঙ্কে পাকিস্তানকে অলৌকিক কিছু করে দেখাতে হবে।
আগে ব্যাট করলে ২৮৭ রানে জিততে হবে পাকিস্তানকে । কী সেই অঙ্ক! পাকিস্তান আগে ব্যাট করলে ৩০০ রানও কম পড়ে যাবে তাঁদের। কারণ ১৩ রানে ইংল্যান্ডের মতো টিমকে অলআউট করা সম্ভব নয়। ৩৫০ রান তুললে ইংল্যান্ডকে ৬৩ রানে অলআউট করতে হবে। ৪০০ রান করলে ১১২, ৪৫০ করলে ১৬২ ও ৫০০ রান তুললে ২১১ রানে আটকে দিতে হবে প্রতিপক্ষকে।
কিন্তু ইডেনের পিচ কী বলছে। ইডেনে কি রানের পাহাড়ে যেতে পারবেন পাকিস্তান। তা নিয়ে কিন্তু সন্দেহ থাকছেই। পরে ব্যাট করলে ইংল্যান্ডকে ৫০ রানে অলআউট করে তা ২ ওভারে তুলে ফেলতে হবে। ১০০ রান করলেন ২.৫ ওভারে রানতাড়া করতে হবে। অর্থাৎ রান তাড়া করতে নেমে প্রতি বলে ছয় মারলেই সেমিফাইনালে পৌঁছতে পারেন বাবর আজমরা।