একটা সময় ছিল যখন ভারত-পাক ক্রিকেটের অর্থ ছিল দ্বৈরথ। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি এবং মানসিকতার বদল ঘটেছে। এখন পাকিস্তান দলের স্বঘোষিত নায়ক বিরাট কোহলি। তাঁর ব্যাটে মুগ্ধ স্বয়ং পাক অধিনায়ক বাবর আজম। পাক দলের আরও ক্রিকেটার আছেন, যাঁরা বিরাটের ভক্ত। তাঁদের মধ্যে একজন উইকেট-কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান।
পাঁচই নভেম্বর বিরাটের ৩৫তম জন্মদিন। তার আগে গুরুকে শুভেচ্ছা জানিয়েছেন রিজওয়ান। দাবি করেছেন, ওইদিন ইডেনে সচিনের ৪৯তম শতরানকে স্পর্শ করবেন বিরাট কোহলি। পাক ক্রিকেটার জানিয়েছেন, জন্মদিন শুভ হোক। আর ওই দিন যেন তাঁর প্রিয় ক্রিকেটার স্পর্শ করেন সচিনের ৪৯তম শতরান।
বিরাটের জন্মদিনে ইডেনে খেলবে ভারত। ইডেন সাজবে নানা রঙে। থাকবে বিরাট মুখোস। পরিকল্পনা রয়েছে বিরাট কেক কাটার। ম্যাচকে সম্মণীয় করতে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। কলকাতায় ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।