এবার বিশ্বকাপে সুযোগ পেলেও একটিও ম্যাচ খেলানো হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। টিম ইন্ডিয়া ফাইনালে উঠে গিয়েছে। এখনও সুযোগ পাননি। মহম্মদ শামির বুকেও জ্বলছিল সেই প্রতিশোধের আগুন। প্রথম কয়েকটি ম্যাচ না খেলার আক্ষেপ। বুধবার ওয়াংখেড়েতে স্বপ্নের রাতে রুদ্ধশ্বাস জয়ের পর শামির হাত ধরে চুমু খেলেন অশ্বিন। সেই ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। এই ম্যাচে একাই ৭ উইকেট তুলে নিউজিল্যান্ডকে একাই শেষ করে এসেছেন মহম্মদ শামি।
নিউজিল্যান্ডকে এই ম্যাচে হারিয়ে খুশির আবহ ভারতীয় ড্রেসিংরুমে। হেড কোচ রাহুল দ্রাবিড়কে দেখা গেল কুলদীপ যাদব ও শুভমান গিলের সঙ্গে সময় কাটাতে। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বিরাটকে শুভেচ্ছা জানালেন। সাজঘরে ঘুরে এলেন যুজভেন্দ্র চাহাল। বিরাট, বুমরা, ইশান কিষাণের সঙ্গে খোশমেজাজে গল্প করেন তিনি।