ক্রিকেট বিশ্বকাপে হারের পর কেঁদে ফেলেন বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা। নিজের ইউটিউব চ্যানেলে এমনই জানালেন, রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিন জানান, ফাইনালে হারের পর সবাই যন্ত্রণা অনুভব করেন। কিন্তু রোহিত ও বিরাট ও রোহিতকে কাঁদতে দেখেছেন বলে দাবি অশ্বিন। অশ্বিনের মতে, মহেন্দ্র সিং ধোনি দেশের সেরা অধিনায়ক। কিন্তু রোহিত টিমের প্রত্যেক ক্রিকেটারকে বুঝতেন। টিমের বোঝাপড়াও দারুণ ছিল। অশ্বিনের জানান, রোহিত প্রত্যেক সদস্যের জন্য আলাদা করে সময় দিতেন।