অক্ষর প্যাটেল চোট পাওয়ায় হঠাৎ করেই বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন। চেন্নাইয়ের বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ও পেয়েছিল ভারত। ফাইনালে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ হয়নি। গোটা বিশ্বকাপে একটিও ম্যাচে খেলানো হয়নি। সেই নিয়ে বিষ্মিত রবিচন্দ্রন অশ্বিন নিজেও। এতদিন পর সেই নিয়ে মুখ খুললেন তিনি।
ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি দলে ফিরতেই পারতেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার চোট পরিস্থিত বদলে দেয়। অশ্বিন জানিয়েছেন, তিনি কখনও ভাবেননি তাঁর বিশ্বকাপ অভিযান চেন্নাই ম্যাচেই শেষ হয়ে যাবে। আহমেদাবাদের ফাইনালেও স্লো উইকেট ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামলে দলের কাজে লাগতে পারতেন। কিন্তু উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি টিম ম্যানেজমেন্ট।
অশ্বিনের মতে, হার্দিক পান্ডিয়ার চোট পান। তাঁর পরিবর্তে অলরাউন্ডার হিসেবে আসতে পারতেন অশ্বিন। কিন্তু মহম্মদ শামি এসে দুরন্ত ছন্দে বোলিং করেন। আর বিশ্বকাপে নামা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের।