বিশ্বকাপ ফাইনালে নয়া রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এদিন বিশ্বকাপে ২৯ রান পেরোতেই অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করলেন হিটম্যান। ২০১৯ বিশ্বকাপে ১০ ইনিংসে ৫৭৮ রান করেছিলেন কেন উইলিয়ামসন। এক ইনিংস বেশি নিলেন রোহিত শর্মা। ৪৭ রান করে ফিরলেন রোহিত। এবার বিশ্বকাপে তাঁর রান সংখ্যা দাঁড়াল ৫৯৭। ২০০৩ বিশ্বকাপে সর্বাধিক রান করেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ৪৬৫ রান করেন মহারাজ।
এদিকে এদিন হাফসেঞ্চুরি করে বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি রান সচিন তেন্ডুলকরের। রিকি পন্টিংকে পেরিয়ে গেলেন বিরাট। তিন নম্বরে ছিলেন বিরাট কোহলি। এবার দুইয়ে উঠে এলেন তিনি।