রবিবার বিশ্বকাপ ফাইনাল। ১২ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। টস করবেন অধিনায়ক রোহিত শর্মা। তার আগে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে রোহিত শর্মা। বিশ্বকাপের জন্য নয়, সম্পূর্ণ অন্য কারণেই ট্রেন্ডে রোহিত। একটি স্কুলের সাধারণ জ্ঞানের পাঠ্যবইয়ে রোহিতের জীবনী প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
ওই সাধারণ জ্ঞানের পাঠ্যবইয়ে রোহিত শর্মাকে নিয়ে গোটা একটি অধ্যায় আছে। রোহিতের জীবনী তুলে ধরা হয়েছে। রোহিতের জন্ম, বাবা-মা, স্কুল, ক্রিকেটার হিসেবে কেরিয়ার, সবই তুলে ধরা হয়েছে সেই জীবনীতে। ক্রিকেট জীবনে অফ স্পিনার হিসেবে আত্মপ্রকাশ, টেস্ট ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি, T20 ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ব্যক্তিগত রান, সবাই আছে ওই পাঠ্যবইয়ে।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫৫০ রান করেছেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে একটি বিশ্বকাপে ৫০০-এর বেশি রান তোলেন তিনি।