অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ভারতের হার এখনও মানতে পারছে না দেশবাসী। রোহিতের কান্না, সিরাজের ছলছল চোখ, বিরাটের ভেঙে পড়া এসব স্মৃতিই যেন টাটকা। এই আবহেই সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে রোহিত শর্মার মেয়ের একটু পুরনো ভিডিয়ো। ছোট্ট সামাইরাকে দেখা গিয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে।
ভিডিওতে, সামাইরাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বাবা কোথায় এবং তিনি কেমন আছেন। এই ভিডিওটি ২০২২ সালের, সেইসময় করোনা আক্রান্ত ছিলেন রোহিত। সাংবাদিকরা খুদেকে প্রশ্ন করেছিলেন, তাঁর বাবা কোথায় এবং তিনি এখন কেমন আছেন। উত্তরে সামাইরা বলেছিলেন, তিনি ঘরে আছেন এবং এক মাসের মধ্যে আবার হাসবেন।
ED Summoned Prakash Raj:১০০ কোটির আর্থিক তছরুপের অভিযোগ, পঞ্জি কেলেঙ্কারিতে অভিনেতা প্রকাশ রাজকে ইডির তলব
এই কঠিন সময়ে রোহিতের অবস্থার সঙ্গে সামাইরার এই মিষ্টি নোট মিলিয়ে ফেলছেন নেটিজেনরাও ,ভগ্ন হৃদয়ে রোহিত এই মুহূর্তে ঘরবন্দি থাকলেও, দেশবাসীর বিশ্বাস খুব শিগগিরই তিনি আবার হাসবেন।