ঘরের মাঠে ১২ বছর পর বিশ্বকাপ জয়ের সুযোগ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের সেই বিশ্বকাপ ফাইনাল। বিশ্বজয়ের আবেগে ভেসেছিল দেশ। আর আবেগের অন্য নাম সচিন তেন্ডুলকর। এবার বিশ্বকাপে ওয়াংখেড়েতে ফের মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। আর সেই ম্যাচের আগে ওয়াংখেড়ের বাইরে উন্মোচিত হবে মাস্টার ব্লাস্টার্সের একটি পূর্ণাবয়ব মূর্তি।
ইতিমধ্যেই ওয়াংখেড়ের বাইরে সেই বিরাট মূর্তি বসানো হয়েছে। ২ নভেম্বর নামছে ভারত ও শ্রীলঙ্কা। তার আগে বুধবার ওই মূর্তি উন্মোচন হবে বলে জানিয়েছেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান অমল কালে। এই বছরই ৫০-এ পা রেখেছেন সচিন। তাঁর এই মূর্তিটি তৈরি করেছেন আমেদনগরের এক ভাস্কর প্রমোদ কাম্বলে। এই অনুষ্ঠানে সচিন নিজে তো উপস্থিত থাকবেন, পাশাপাশি টিম ইন্ডিয়ার সদস্যরাও থাকবেন।
বিশ্বকাপের এই মাঠে মহেন্দ্র সিং ধোনির শেষ ছয় মারার সময়, বল যেখানে গিয়ে পড়েছিল, সেই স্থানে দুটি আসন লাগানোর পরিকল্পনা করা হয়েছে। সেই দুটি বিশেষ আসনও ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে।