বিশ্বকাপ ফাইনালে হার, হতাশা। বিশ্বজয়ের আগাম প্রস্তুতি সব নষ্ট। ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ ১৩০ কোটি দেশবাসীর। সেই কঠিন মুহূর্তে হতাশা, চোখের জলে ভেঙে পড়েছিলেন রোহিত, বিরাট, শামি, সিরাজরা। সেই সময় পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মাথায় তখন ক্রিকেট ঈশ্বরের হাত।
পুরস্কার বিতরণীর সময় মাঠে ঢুকতে দেখা যায় সচিনকে। বিরাট, রোহিতদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর প্রাক্তন সতীর্থ ও দলের হেডকোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেন সচিন। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টিমের পাশে দাঁড়ান
সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা। ওরা ভাল ক্রিকেট খেলেছে। ভাগ্য সঙ্গ দেয়নি টিম ইন্ডিয়ার। একটা খারাপ দিন গোটা টুর্নামেন্টের স্বাদ নষ্ট করেছে। ক্রিকেটার, অনুরাগী ও শুভাকাঙ্খীদের মনের অবস্থা বুঝতে পারছি। হার খেলার অঙ্গ। কিন্তু মনে রাখা উচিত, এই দলই গোটা টুর্নামেন্টে নিজেদের একশো শতাংশ দিয়েছে।