বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলারদের একটু বুঝে নিয়ে শট নেওয়া শুরু করেন। তাঁর একটি শট দেখে মাঠে চমকে যান বিরাটও। আগ্রাসী খেলে ওয়াংখেড়েতে মনে জয় করলেন শুভমান গিল।
কিন্তু বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি অধরাই থেকে গেল মাত্র ৮ রানের জন্য। ৯২ রানে ড্রেসিংরুমে ফিরলেন। শুভমান সাজঘরে ফেরার সময় ভিআইপি বক্সে হাততালি দিতে দেখা যায় সারা তেন্ডুলকরকে। উঠে দাঁড়িয়ে সম্ভাষণও করেন তিনি।
প্রথম দুটি ম্যাচ ডেঙ্গির জন্য খেলতে পারেননি। পাকিস্তান ম্যাচে ফিরলেও রান পাননি। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ম্যাচেও সেই ফর্মে দেখা যায়নি। ওয়াংখেড়েতে সচিনের সঙ্গে গ্যালারিতে ছিলেন সারাও। এই ম্যাচে ১১টি চার ও ২টি ছয় আসে শুভমানের ব্যাটে। ৯২ বলে ৯২ রান করে ফিরলেন গিল। বিরাট ও শুভমান ফিরলেও খেলা ধরে নেন শ্রেয়স আইয়ার।