অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যাওয়ার পর ভেঙে পড়েছিল গোটা ভারতীয় দল। সেই সময় রোহিতদের 'সাবাশি' দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনকি ভারতীয় দলের সাজঘরেও পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর তাতেই সকলের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করছেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি (MD Shami)।
গত ১৯ নভেম্বর ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ করে বিশ্বকাপ ফাইনাল হেরে গিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেদিন খেলা দেখতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত হেরে যাওয়ার পর রোহিতদের সঙ্গে সাজঘরে দেখা করেন প্রধানমন্ত্রী। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন শামি।
আরও পড়ুন - দলে ফিরলেন অক্ষর প্যাটেল, সুযোগ রিঙ্কুর, টসে জিতে ফিল্ডিং টিম ইন্ডিয়ার
বিশ্বকাপের পর উত্তরপ্রদেশের আমরোহায় নিজের বাড়িতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন শামি। সেখানেই তিনি জানান, 'মনোবল ভেঙে যাওয়ার পর প্রধানমন্ত্রী সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়ে। যেটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছেন। সকলকে একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন। '