স্পিনের কলকাতায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে স্বাগত। মেঘ ভরা আকাশে ইডেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা ভাবুমার। পিচ রিপোর্ট করতে গিয়ে ম্যাথু হেডেন জানিয়েছেন, এই পিচে পরে যাঁরা ব্যাট করবেন তাঁরাই ভুগবেন। কারণ, এই মাঠে সন্ধ্যে নামলেই বল ঘুরবে। তাই টস জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়কের।
বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়ে এই ম্যাচ শুরু হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনালে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হয়েছে দু-দেশ। ১৯৯৯, ২০০৭ সালে পর ইডেনে ফের অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই ইডেনে বদলা ম্যাচ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে।
১৯৮৭ সালে এই ইডেন থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটে প্রথম কাপ জয়ের গোড়াপত্তন করেছিলেন অ্যালান বর্ডার। ১৯৯১ সালে এই ইডেনে নির্বাসন কাটিয়ে প্রথম ক্রিকেট খেলতে এসেছিল ক্লাইভ রাইসের দক্ষিণ আফ্রিকা। সেই স্মৃতি আজ দু দলের কাছে।