ক্রিজে থাকলে রান হবে। এক সময় উইকেট হারিয়ে ১০০ রান ওঠাও সন্দেহ তৈরি হয়েছিল এক সময়। সেখান থেকে ১৭১ রানে শ্রীলঙ্কাকে টানলেন মাহিশ থিকশানা। শুরুতে ওপেনার কুশল পেরেরার বিধ্বংসী ব্যাটিংয়ে কিছুটা সুবিধা পায় টিম। পেরেরার ব্যাট থেকে আসে ২৮ বলে ৫১ রান। ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। কিন্তু পরপর উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে। শেষ উইকেটে মাহিশ থিকসানা ক্রিজ কামড়ে পড়ে থাকলেন।টিমকে পার করান ১৫০ রানের গণ্ডি। ৯১ বলে করলেন ৩৯ রান। তাঁকে সঙ্গ দিলেন দিলশান মদুশঙ্ক।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম উইকেট তুলে নেন টিম সাউদি। ট্রেন্ট বোল্টের একই ওভার পরপর দুটি উইকেটে সব ঘেঁটে যায়। কুশল মেন্ডিস, সামারাউইকরামা ও আসালাঙ্কাকে ফেরান। সান্টনারের ওভারে ম্যাথিউজ ও ডি সিলভার উইকেটও হারাতে হয় শ্রীলঙ্কাকে। এখান থেকেই লড়াই করেন থিকসানা। শেষ উইকেটে কিউয়ি বোলারদের পেস আক্রমণ সামলান একাই।