ওয়াংখেড়ের সেমিফাইনালে আহত শুভমান গিল। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে ৬৫ বলে ৭৯ রান করেন তিনি। প্যাভিলিয়ানে ফেরার সময় শুভমানকে একটু খোঁড়াতেও দেখা যায়। জানা গিয়েছে, পায়ে ক্র্যাম্প ধরেছে গিলের। এরপরই প্যাভিলিয়ানে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। মাঠে নামেন শ্রেয়স আইয়ার।
এবার বিশ্বকাপের আগেই ডেঙ্গি আক্রান্ত হন শুভমান। প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। পাকিস্তান ম্যাচ থেকেই টিমের হয়ে খেলতে নেমে পড়েন। গত কয়েকটি ম্যাচে ভাল পারফরম্যান্সও করেন তিনি। ২৪ ওভারে ১৭০ রানের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারত। বড় রানের লক্ষ্যে টিম ইন্ডিয়া। বিরাটের সঙ্গে ক্রিজে শ্রেয়স আইয়ার।