চাপ ছিল। সেই চাপ হেলায় পার করেছেন রিঙ্কু সিং। আর তাই অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রশংসা কোড়ালেন কেকেআরের তারকা ব্যাটসম্যান। রিঙ্কুর ওই ইনিংসে ভর করেই ২ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। সূর্যকুমার নিজে করেছেন ৪২ বলে ৮০ রান। ইশান কিষাণের ব্যাটেও বড় রান এসেছে। কিন্তু রিঙ্কুর ১৪ বলে ২২ রানের প্রশংসা করলেন অধিনায়ক।
বৃহস্পতিবারই দেশকে প্রথম নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। ম্যাচের পর রিঙ্কুর প্রশংসা করে জানান, রিঙ্কু খুব ঠান্ডা মাথার ছেলে। এমন কঠিন পরিস্থিতিতেও শান্ত ভাবে ব্যাট করে গিয়েছেন। যে লক্ষ্য নিয়ে নেমে ব্যাট করেছে, তা দেখা সত্যি ভাগ্যের।
১২ বলে ১৪ রান বাকি ছিল সূর্যকুমার যাদবের। অক্ষর প্যাটেল ফিরে যাওয়ার পর পরপর তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। সেখান থেকে ম্যাচ বের করে ফেরেন রিঙ্কু সিং।