সূর্যকুমার যাদব । ভারতীয় ক্রিকেট টিমের ব্যাটার । মিস্টার ৩৬০ নামেও তাঁর খ্যাতি, পরিচিতি । কিন্তু, সেই সূর্যকেই দেখা গেল একেবারে নয়া ভূমিকায় । ব্যাট, বল ছেড়ে সূর্য হাতে তুলে নিয়েছেন ক্যামেরা ! মুম্বইয়ের রাস্তায় ঘুরে শ্যুটও করলেন । অথচ কেউ ধরতেই পারলেন না বিষয়টা । ব্যাপারখানা কী ?
বৃহস্পতিবার মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে ভারত । এই মুহূর্তে মেরিন ড্রাইভ লাগোয়া একটি হোটেলে রয়েছে ভারতীয় দল । সেখানেই ফুরফুরে মেজাজে দেখা গেল সূর্যকুমার যাদবকে । ইন্ডিয়ান ক্রিকেট টিমের তরফে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে । সেই ভিডিওতেই দেখা গেল, মেরিন ড্রাইভে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সূর্য । গেলেনও, তবে একেবারে ভোল বদলে বলা যেতে পারে । মাস্ক, রোদচশমা ও টুপি পরে সূর্যকে সত্যিই চেনা দেয় । এমনকী, কাছ থেকে দেখে চিনতে পারেননি রবীন্দ্র জাদেজাও ।
হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন সূর্য । ওয়ার্ল্ড কাপ নিয়ে, ক্রিকেটারদের নিয়ে মুম্বইবাসীকে প্রশ্ন করেন সূর্য । তাঁকে নিয়ে কি কেউ কিছু বললেন ? এক যুবক যেমন জানান, সূর্যের উচিত আরও উপরে নামা। কেউ আবার তাঁদের পছন্দের ক্রিকেটারের তালিকায় সূর্যকেই রাখেনি । তবে, শেষে এক তরুণীর সূর্যকুমারের খুবই প্রশংসা করেন । বলতে গেলে, তিনি সূর্যকুমারের ফ্যান । তাই, আর নিজেকে বেশিক্ষণ চশমা ও মাস্কের আড়ালে রাখতে পারেননি সূর্য । তরুণীকে নিজের পরিচয় দেন। ছবিও তোলেন । তাঁকে এভাবে দেখে তো সবাই অবাক ।