ফাইনালে উঠলেই হেরে যায় ভারত। শুরু হয়েছিল অধিনায়ক সচিন তেন্ডুলকরের জমানা থেকে। মাঝে মহেন্দ্র সিং ধোনির সময় এই রোগ কেটে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে। ধোনি চলে যেতেই সেই রোগে ফের আক্রান্ত টিম ইন্ডিয়া। বিরাট কোহলির পর এবার অধিনায়ক রোহিত শর্মা। একই রোগে পতন হল ভারতীয় দলের।
প্রশ্ন হল, এই ঘটনার পর অধিনায়ক রোহিতের ভবিষ্যৎ কোন পথে ? ইতিমধ্যেই বোর্ডের অন্দরে ফতোয়া জারি হয়েছে, এই ব্যাপারে বাইরে কোনও ভাবেই মুখ খোলা যাবে না। কারণ, ঘরের মাঠে বিশ্বকাপে ফাইনালে একটা খারাপ দিন গিয়েছে। তা বলে উপেক্ষা করা যাবে না, গোটা বিশ্বকাপে রোহিতের নেতৃত্বকে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, তারপর বিলেতের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর এবার ঘরের মাঠে বিশ্বকাপ। রানার্স তকমা নিয়ে শান্ত থাকতে হচ্ছে ভারতকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পরের বিশ্বকাপকে মাথায় রেখে একটা বদল কিন্তু ঘটবে। যার পূর্বাভাস এখনই পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি দলের পরিবর্তন হয়ে গিয়েছে। টেস্ট ও একদিনের দলে কী হবে, সেই অপেক্ষা শুরু হল।