অবতরণের সময় চাঁদের দক্ষিণ মেরুতে একটি ইজেক্ট হ্যালো তৈরি করেছিল চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। খুঁড়েছিল চাঁদের মাটি ও পাথর। এবার সেই সব নিয়ে গবেষণা শুরু করল ISRO।
গত ২৩ অগাস্ট চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযান ৩। এক্স হ্যান্ডেলে এদিন ইসরোর পক্ষ থেকে জানানো হয়, সফট ল্যান্ডিংয়ের সময় ১০৮.৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ২.০৬ টন রেগোলিথ উড়িয়েছিল বিক্রম ল্যান্ডার। এর ফলে একটি উজ্জ্বল আলো তৈরি হয়েছিল। যাকে বলা হয় ইজেক্টা হ্যালো। চন্দ্রপৃষ্ঠের মাটি, শিলা নিয়ে এবার গবেষণা করবে ইসরো।
এই পরীক্ষার মাধ্যমে চাঁদের রেগোলিথ সম্পর্কে স্পষ্ট ধারণা হবে বিজ্ঞানীদের। চাঁদ নিয়ে নতুন তথ্য হাতে পাবে ইসরো।